তিতাসের অভিযানে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাসের অভিযানে একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের (সিনিয়র সহকারী সচিব) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ও বন্দর জোনের প্রকৌশলী মো. জাহিন আমির খানের সার্বিক সহযোগিতায় তিতাসের এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার ধামগড় ইউনিয়নে চিড়াইপাড়া লাঙ্গলবন্ধ বাসষ্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত নিউ তাজমহল হোটেল ও রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযানকালে প্রায় ২ কিলোমিটার এলাকা থেকে ৩২০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। কামতাল গ্রামে অবৈধ লাইনের দৃশ্যমান অংশ উচ্ছেদ করা হয় এবং ৩০০টি বার্নার ও একটি ওভেন উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস বন্ধ করা হয়।

বন্দর জোনের প্রকৌশলী জাহিন আমির খান বলেন, অবৈধ গ্যাস সংযোগ জিরো টলারেন্স করার চেষ্টা করে যাচ্ছি। যারা অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।