সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী বালুর মাঠে নোয়াগাঁও, জামপুর, বারদী, বৈদ্যের বাজার ও মোগরাপাড়া ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী নাসির উদ্দিনের সার্বিক সমন্বয়ে ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ভূঁইয়া রিপনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান সফিক, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, শফিক ভূঁইয়া, আতিক হোসেন লেলিন, আবু মোরশেদ মোল্লা ও জাহাঙ্গির আলম, ১নং সদস্য এজাজ ভূঁইয়াসহ ৫টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকরা।