টুঙ্গিপাড়ায় অভিযান, অবৈধ চায়না দুয়ারীজা জাল ধ্বংস 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়াকুল ও ভৈরবনগর বিলে অভিযান চালিয়ে ১৩টি অবৈধ চায়না দুয়ারীজাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। তিনি জানান, চায়না দুয়ারীজাল নিষিদ্ধ একটি মাছ ধরার সরঞ্জাম। এটি দিয়ে ছোট মাছসহ পোনামাছ নিধন হয়, যা সামগ্রিকভাবে জলজ পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। 
 
অভিযানে জব্দ করা ১৩টি জালের বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানা গেছে। পরে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
অভিযানে টুঙ্গিপাড়ার সিনিয়র সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। তারা অবৈধ মৎস্য শিকার রোধে মৎস্য বিভাগের উদ্যোগকে স্বাগত জানান এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংবাদ প্রচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
 
 
দেবাশীষ বাছাড় বলেন, জলাশয়ে পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে হলে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে। এই অভিযান স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে।
 
উপজেলা মৎস্য অফিস জানায়, ভবিষ্যতে যেকোনো অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষা করুন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করুন।