আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গোয়ালচামটের মদন গোপাল আঙ্গিনায় পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি প্রফেসর অসীম কুমার সাহা, সুকেশ সাহা, ননী গোপাল সাহা, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাবুরাম কর্মকার, সদস্য গোপাল মজুমদারসহ জেলা, উপজেলা ও থানার নেতারা।
বক্তারা জানান, পূজা উদযাপন পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় এ সংগঠন সবসময় কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়া শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্দিরগুলোর পাশে থেকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
পূজা চলাকালে যেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। একই সাথে সরকার ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্নস্তরের নেতারা উপস্থিত ছিলেন।