রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বাইক রেসে দুর্ঘটনা, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা।

নিহতরা হলেন রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দিপ (২১) ও শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)। আহত অবস্থায় রাব্বি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনজনই বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ৩০০ ফুট সড়কে পাশাপাশি দুটি মোটরসাইকেল প্রতিযোগিতা করছিল। কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবরার কবির দিপ ও সুমনের মৃত্যু হয়। রাব্বিকে পরে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।