আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গলা কাটা অবস্থায় সারনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি টেক্সটাইল মিল সংলগ্ন একতলা ভবনের ছাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সারনা বেগম ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ জাহাঙ্গীরের মালিকানাধীন টেক্সটাইল কারখানায় শ্রমিকদের মেসে রান্নার কাজ করতেন।

স্থানীয়রা প্রথমে ভবনের ছাদে গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।  

নিহতের ভাই সামাদ জানান, আমার বোনের কোন সন্তান ছিল না। তার কোন শুত্রুও ছিল না। কারা হত্যা করতে পারে তা আমাদের জানা নেই।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যার কারণ বা কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।