শ্রীনগরে মন্দির প্রাঙ্গণে উপহার নিয়ে বিএনপি নেতা ফরহাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া দীঘির পার মন্দির প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মন্দিরে উপহার বিতরণকালে ফরহাদ হোসেন বলেন, তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করেন। পূজা মণ্ডপে এসে শাড়ি-লুঙ্গি উপহার প্রদান তারই একটি অংশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল, কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বারেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম লিখন, থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব এবং কুকুটিয়া ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুপল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পূজারীদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। স্থানীয়রা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরে তিনি  শ্রীনগর উপজেলার কুকুটিয়া, বাঘড়া ও ভাগ্যকুল ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের খোঁজখবর নেন।