মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেটের ধাক্কায় ট্রলারডুবির ৩০ ঘন্টা পর নিখোঁজ জেলে শরীফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার দূরে গজারিয়া ঘাটের কাছ থেকে শরীফের ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে গজারিয়ায় ঘাট সংলগ্ন পার্কের কাছ থেকে মরদেহটি নৌপুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশের ইনচার্জ ইনচার্জ সালেহ আহমেদ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ শরীফের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর ছেলে।
এর আগে গতকাল সকালে চরহোগলা বালুরঘাট এলাকার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ৫ জন তীরে উঠতে পারলেও নদীতে হারিয়ে যায় শরীফ। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করে।