নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ পঞ্চমীঘাট পোদ্দার বাড়ী পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছরের মতো এবারও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ করছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মন্দিরের প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি) অসহায়-দুঃস্থ ১৫০০ মানুষের মাঝে এসব শাড়ি বিতরণ করছেন।
এ সময় তিনি বলেন, মানবসেবা পরম ধর্ম। তাই মানুষের সেবক হিসেবে সকলের মাঝে বেঁচে থাকতে চান এবং মানুষের সেবা দানে ইশ্বরের পূর্ণতা লাভ করতে চান তিনি।
তিনি আরও বলেন, পঞ্চমীঘাট তার পৈতৃক ভিটা এখানে মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। তাই এখানের মানুষের ভালোবাসার টানে প্রতি বছর দু'বার এখানে আসেন এবং অসহায় মানুষের সেবায় আত্মদান করেন তিনি।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে- বাবু প্রদীপ পোদ্দার, বাবু বাদল পোদ্দার, বাবু বিমল পোদ্দার, বাবু খোকন সাহা, বাবু মরণ সাহা, জিএম আতিকুল ইসলাম প্রধান, ডিজিএম সুকুমার সাহা, বাপ্পী পোদ্দার, সোনারগাঁও উপজেলা পূজা পরিষদের সভাপতি ও হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু লোকনাথ দত্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিশির দাস, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন, বাবু ব্যার্নাজী রায়, আতিকুল ইসলাম, এটিএম মোতালিব হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পূজারীসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।