কাচঁপুর ব্রিজে অজ্ঞাত গাড়ির চাপায় দুই যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে ট্রাক রেখে ওই দুই যুবক রাস্তা পারাপার হচ্ছিলেন, এ সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।