নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিকের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নবনির্বাচিত সোনারগাঁও উপজেলা কৃষকদল নেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তলে আল মুজাহিদ মল্লিককে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় নবনির্বাচিত কৃষকদল নেতাদের অভিনন্দন জানিয়ে আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যেয়ে তাদেরকে বোঝাতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, হামলা-মামলা নয়। ভালোবাসার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে এবং আদর্শিক একজন বিএনপি নেতা নয়, কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা কৃষকদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, শিবির আহমেদ, হেদায়েত উল্লাহ, মোক্তার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. হোসেন, মো. পাভেল, সদস্য মাসুম, সোহেল, বাবু, রতনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।