মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা আড়াইটা থেকে তিনটার দিকে হোগলাকান্দি বড় মসজিদের পাশে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, জুমার নামাজ শেষে জালাল মোল্লা গ্রুপের লোকজন জড়ো হলে চরকেওয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। সংঘর্ষে ছড়রা গুলিতে আহত হন- সাকিব মোল্লা (২৭), আকাশ মাঝি (২৫), মহিউদ্দিন মোল্লা (৩৫)। এছাড়াও মারপিটে আহত হন সাব্বির মোল্লা (২৩)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল ও শর্টগানের খোসা উদ্ধার করা হয়।
অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।