বিশ্ব শিক্ষক দিবসে কাপাসিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

উপজেলার কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ ও সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুফিয়া বেগম, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ূন কবির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, আলহাজ রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, মাদরাসা শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা আজিজুর রহমান, ঘাগটিয়া ছালামিয়ার সুপার মনিরুজ্জামান, বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটি, ওহাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আকন্দ, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, দাওড়া জেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মামুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বক্ষেত্রে শিক্ষকের মর্যাদা রক্ষা করতে হবে। শিক্ষক সমাজ জাতি গঠনের মূল চালিকাশক্তি। একজন শিক্ষকই জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের আলোয় একটি প্রজন্মকে গড়ে তুলতে পারেন। তাদের হাত ধরেই গড়ে ওঠে আলোকিত সমাজ ও উন্নত জাতি।

বক্তারা আরও বলেন, অনেক শিক্ষক আজীবন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেও কোনোদিন স্বীকৃতি পাননি- আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এই দিনটি ঘোষণা করে। এ বছরের প্রতিপাদ্য- “শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”, যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে।