গাজীপুরে ডিবি পুলিশের অভিযান, অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) হাসমত উল্লাহ বিষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাড়ী (মাটির মসজিদ) এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), জেলার জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগর সদর থানার লাগালিয়া (দক্ষিণপাড়া) এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে মোজাম্মেল হাসান রোমান (২২)।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবির) পরিদর্শক আরও বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদে জানতে পারি জয়দেবপুর থানার ভবানীপুর বাজারে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। এমন সংবাদে গোয়েন্দা পুলিশ রাত পৌনে ১০টার দিকে ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে সুমনের গ্যারেজের সামনে থেকে ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায় তাদের কাছে থাকা অস্ত্রগুলো বিশেষ কাজের কথা বলে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হক রোমান নিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে একইদিন রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা পৌরসভার (২নং ওয়ার্ড) গোলাম রব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হক রোমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শাহারিয়ার রহমান সাদাফ জানান, অস্ত্রগুলো তিনি শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার এলাকার তার খালু আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে রেখেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কাওরাইদ বাজারে তার খালুর বাড়িতে অভিযান চারিয়ে টিনসেড বিল্ডিংয়ের পশ্চিম পাশের কক্ষের ওয়্যারড্রবের নিচের ড্রয়ার থেকে ১টি সচল পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি ভর্তি ১টি ম্যাগাজিন এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আসামিরা জব্দকৃত অস্ত্রগুলোর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

ইন্সপেক্টর হাসমত উল্লাহ বলেন, গাজীপুরের বিভিন্ন থানায় গ্রেপ্তার মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে ৩টি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। আসামিরা সঙ্ঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তাার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জোরপূর্বক অবৈধভাবে জমি দখল, খুন-জখমের হুমকিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠছানো হয়েছে।