শিবচরে সাত জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড করা হয়। 
 
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত শিবচরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
 
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে শিবচরের পদ্মা নদীর চরজানাজাত এলাকায় মাছ ধরছিল অসাধু জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 
 
 
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২) ৭ জেলেকে আটক করে নৌপুলিশের সদস্যরা। 
 
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট এইচএম ইবনে মিজান রাত ৮টার দিক আটক জেলেদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। আটককৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
 
 
অভিযানকালে উপজেলা জেলা মৎস অফিসার ড. মো. হাদিউজ্জামান, চরজানাজাত নৌপুলিশের ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা মৎস অফিসার সত্যজিৎ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ইলিশ নিধনের অপরাধে ৭ জেলেকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।