নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্বচ্ছল, অসহায়, বিধবা, দুস্থ ও চিকিৎসার জন্য অর্ধশতাধিক পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
বুধবার (১০ অক্টোবর) সকালে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় তিনি এ অনুদান প্রদান করেন।
মুজাহিদ মল্লিক জানান, তিনি অসহায়দের প্রত্যেক পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট হারে এ অনুদান প্রদান করবেন। ফলে প্রত্যেক পরিবার যেন তার দেওয়া অনুদান সঠিকভাবে বুঝে পান, সে লক্ষ্যে তাদের অনুদান বুঝে পাওয়ার জন্য কার্ড করে দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচারপত্র বিলি করেন তিনি।
এ সময় তারেক রহমানের ৩১ দফার সুযোগ-সুবিধা তুলে ধরে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, বিগত ২০ বছর ধরে তিনি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীতে যেন তার দেওয়া অনুদান সঠিকভাবে তারা বুঝে পান, সে লক্ষ্যে কার্ড করে দিয়েছেন। প্রতি মাসে নির্দিষ্ট দিনে সেই কার্ড নিয়ে আসলেই তারা অনুদান বুঝে পাবেন।
তিনি প্রতিশ্রুতি দেন, অসহায়-দুস্থ মানুষের জন্য তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। মনোয়ন পেয়ে নির্বাচিত হলে প্রতিটি এলাকায় চিকিৎসক দিয়ে তাদের স্বাস্থ্যসেবা দেবেন।
কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন- সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, যুবদল নেতা মোক্তার হোসেন ও বিএনপি নেতা মোজাম্মেল হোসেন প্রমুখ।