নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী এলাকায় চলাচলের অনুপযোগী খনাখন্দ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন স্থানীয় যুবদল নেতা করিম রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) লেবার এনে এ বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু করছেন তিনি। উপজেলার বারদী পরিবহন স্টেশন থেকে বারদীর রিবর পর্যন্ত পাঁকা রাস্তা খানাখন্দের সৃষ্টি হয়ে পরিবহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছিল এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ওই রাস্তায় পানি জমে থাকত। শুকনো মৌসুমে মানুষ যাতায়াতে ধুলাবালিতে কষ্ট পোহাতে হতো।
এ অবস্থায় উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় যুবদল নেতা করিম রহমান। তিনি নিজ উদ্যোগে শ্রমিক এনে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন। রাস্তার সংস্কার কাজ করার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, এ রাস্তায় আগে হাঁটা দায় ছিল। করিম ভাই নিজের টাকায় রাস্তা মেরামত করায় আমরা অনেক খুশি। রাস্তাটি সংস্কার হলে মানুষের চলাচলের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
স্থানীয় ব্যবসায়ী বিল্লাল বলেন, এই রাস্তায় পানি জমে অনেক কষ্টে আসা–যাওয়া করতাম। এখন মেরামত করার পর কিছুটা স্বস্তি পেয়েছি।
করিম রহমান বলেন, আমাদের রাজনীতি শুধু মিটিং- মিছিলই নয়। সেবার মাধ্যমে মানুষের পাশেও আছি। জনগণের চলাচলের সুবিধার জন্য আমি নিজের উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ করেছি।
উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে থাকতে চায়। করিম রহমান যেভাবে নিজ উদ্যোগে কাজ করেছেন। সেটি প্রশংসনীয়।