সোনারগাঁওয়ে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও পৌরসভা ১নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী বিষয়ক এ বৈঠকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ১০ ওয়ার্ড) আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে যদি ক্ষমতায় আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোতে নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। আপনাদের ভোটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আপনাদের প্রত্যেকের জন্য ফ্যামেলি কার্ড ও হেলথ কার্ড করে দেওয়া হবে এবং বিধবা নারীদের ভাতা সহজ করা হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবো এবং আপনাদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

সোনারগাঁও পৌরসভা মহিলা দল সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে পৌরসভা ১নং ওয়ার্ড মহিলা দল নেত্রী  মাসুদা আক্তার, উম্মে হানি, নদী বেগমসহ শতশত মহিলা দল নেতা উপস্থিত ছিলেন।