সিরাজদিখানে নাশকতার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

নাশকতা মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হককে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক লতব্দী  ইউনিয়নের চর নিমতলী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। তাকে মুন্সিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।