রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

"সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। 
 
পরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 
রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারের সঞ্চালনায় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মানসুবা তাব্বাসুম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবুল হাশেম, হাসপাতাল সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন হাওলাদার, রাজবাড়ী জেলা প্রতিবন্ধী বিষয়ক নাদিয়া সুলতানা, রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. নাসির উদ্দিন আহমেদ, অন্ধ কল্যান সমিতির সভাপতি আবু বক্কর, দৃষ্টি প্রতিবন্ধী স্বপ্না আক্তার ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বলেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের চলাচলের জন্য সাদাছড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি দৃষ্টি প্রতিবন্ধীদের বাহক হিসেবে কাজ করে। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের থেকে যে সাদাছড়ি দেওয়া হয়, তা ৫/৬ মাস পর ঠিকমতো কাজ করে না। ভাইব্রেশন করে না। আবার সামনে কিছু থাকলেও ভাইব্রেশন করে, না থাকলেও করে। তাই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি দেওয়ার দাবি জানান দৃষ্টি প্রতিবন্ধীরা।
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই অংশ। সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালন হয়। বাংলাদেশে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, তারা চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে। আমরা সবসময় দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে রয়েছি।
 
 
সভা শেষে ৪ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদাছড়ি বিতরণ করা হয়।