দেশের মানুষ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে: মুজাহিদ মল্লিক 

দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেলেন, আগামী সংসদ নির্বাচনে তার প্রমাণ পাওয়া যাবে।
 
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
মুজাহিদ মল্লিক বলেন, ঐক্যবদ্ধভাবে প্রচারণার মাধ্যমে বিএনপির জয় নিশ্চিত করা হবে। যারা বিএনপির মনোনয়ন চাইছেন সকলেই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নাই। বিএনপি যাকে যোগ্য মনে করে, মনোনয়ন দেবেন। তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে প্রতীককে নির্বাচিত করা হবে।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ উৎসবমুখর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দেবেন। বিএনপি ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করবেন।
 
মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সোনারগাঁও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল সভাপতিত্ব করেন। 
 
এ সময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা ফাইজুল ইসলাম বাবু, মো. ফারুকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. আবুল বাশার, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম, ছাত্রদল নেতা মো. সুমন মিয়া প্রমুখ।