ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আস্থাশীল হয়ে আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের বড়িলহাট দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, যুগ্ম আহ্বায়ক বাকির হোসেন ও কালা মৃধা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডা. হায়দার হোসেন কালা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকন্দ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ সময় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে দেশরত্ন তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান আপনাদের সুখ-দুঃখের সাথী হিসেবে মাঠে কাজ করছেন। বিএনপির নেতৃত্ব ধারায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ধানের শীষ বিজয়ের কোন বিকল্প নেই।