ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার যৌথ সমন্বয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঈদগাহ মসজিদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ ৩ উপজেলার স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।