মেঘনা নদীতে অভিযান, ১ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
 
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়াইহাজারের চৈতনকান্দা ও দয়াকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১ লাখ মিটার কারেন্ট জল জব্দ করা হয়। 
 
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার ও সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।