বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে জনসাধারণের মাঝে ৩১ দফা লেখা সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বস্তল স্টেশনে এই টি-শার্ট, ক্যাপ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, কাওছার হামিদ, দপ্তর সম্পাদক আলামিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক আনছর আলীসহ ২ শতাধিক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।