নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রী বৈষম্যের কারণে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
রোববার (২৬ অক্টোবর) সকালে কুড়িল-বিশনন্দী ফেরীঘাট সড়কে চলাচলরত আড়াইহাজার, দুপ্তারা, কালিবাড়ী এলাকার সিএনজিচালিত অটোচালকরা প্রায় ২ ঘণ্টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, আড়াইহাজার, কালিবাড়ী ও দুপ্তারা এলাকার সিএনজিচালকদের কুড়িল বিশ্বরোড এবং বিশনন্দী ফেরীঘাট- এ দুটি স্ট্যান্ডের কোনটি থেকে যাত্রী তুলতে দেন না স্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকেরা। ফলে ৭০ থেকে ৮০ জন সিএনজি চালককে খুচরো যাত্রী টানতে হয়। খুচরো যাত্রী টেনে তাদের পোষায় না।
এদিকে স্থানীয় চালকদের মধ্যে যাদের গাড়ির সংখ্যা বেশি, তারা কোন কোন ক্ষেত্রে জোর করে কয়েকজন করে যাত্রী নিয়ে যেতে পারেন। ফলে একটি মাত্র গাড়ীর মালিক বা চালক কোন যাত্রী পান না। এ বৈষম্য দুর করার লক্ষ্যে তারা আন্দোলনে নামেন এবং কুড়িল এবং বিশনন্দী ফেরীঘাট থেকে ছেড়ে আসা গাড়ীগুলো আটকে দেন। ফলে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত গাড়ি আটকে সড়ক অবরোধ করেন তারা। ফলে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ উভয়পক্ষকে ডেকে নিয়ে বিষয়টির সমাধান করে দেয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।