সোনারগাঁওয়ে মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির লিফলেট বিতরণ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বানেশ্বরদী আবুযর গিফারি (রঃ) মাদ্রাসা ও এতিমখানায় লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আল মুজাহিদ মল্লিক।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে লিফলেট বিতরণের পাশাপাশি ৩১ দফার আলোকে আলোচনা সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মুসল্লীরা।

আলোচনা সভা ও লিফলেট বিতরণ শেষে মো. আল মুজাহিদ মল্লিক মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে মধ্যহ্ন ভোজ করেছেন।