ভাঙ্গায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় ডোবা থেকে জহুরুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় মৃত যুবকের প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি ও একটি সিগারেটের প্যাক উদ্ধার করা হয়েছে। সে পৌরসভার নুরপুর মহল্লার কুটি মিয়ার মেয়ে জামাই বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল করে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরদেহের বিষয়টি তিনি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ মরহুম আইনুউদ্দিনের পুকুরের কাশফুল বনের মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানায় পুলিশ।