আড়াইহাজারে দিনে-দুপুরে চুরি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ঐ এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোসেনর স্ত্রী আম্বিয়া বেগম তার ঘর থেকে পাশের বাড়ীতে কাজে গেলে এই ফাঁকে একই এলাকার মাজহারুল (৪৫) ও তার ছেলে তরিকুল (২১) মিলে তার ঘরের থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে। এ সময় ভুক্তভোগী দেখতে পেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ পালিয়ে যায়।
 
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী আম্বিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ২ জনের মধ্যে তরিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা এলাকার তরুণ ছেলেদের মাদকের দিকে ঝুঁকতে সাহায্য করে। মানুষের জায়গা দখল, লুটপাট, চুরি এমন কোন কাজ নেই তারা করে না। তাদের অবশ্যই আইনের আওতায় এনে এলাকার শান্তি-শৃংখলা বজার রাখার ব্যবস্থা করতে হবে।
 
আড়াইহাজার থানা ওসি মো. নাসির উদ্দিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।