ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি আক্তারী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিখোঁজের একদিন পর মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে বাড়ির পাশে রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মিলি আক্তারী ওই গ্রামের আনোয়ার কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বালিয়া গ্রামের রেললাইনের পাশে হাঁটছিলেন মিলি আক্তারী। এ সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
গ্রাম পুলিশ রোজিনা বেগম জানিয়েছেন, কিছুদিন আগে আনোয়ার কাজীর মেয়ে একই এলাকার এক যুবকের প্রলোভনে ঘর ছেড়ে চলে যায়। পরে থানার সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সকালে মেয়ে প্রাইভেট পড়তে গেলে মা মিলি আক্তারীও তার সঙ্গে যায়। পরে মেয়ে মাকে ফাঁকি দিয়ে পুনরায় ওই যুবকের সঙ্গে চলে যায়। এরপর থেকেই মিলি আক্তারী নিখোঁজ ছিলেন।
রেল পুলিশের এক কর্মকর্তা জানান, আজ সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনা থেকে ঢাকাগামী জাহানারা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গেছে, আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।