নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন উড়াল সড়কের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর এলাকার মুক্তারপুর পঞ্চবটি রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩ জনকে রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
নিহতের মো. ইয়াসিন আরাফাত বাবু (২৮) ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জে আবু কালামের ছেলে। দগ্ধরা হলেন- রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তারা ওই নির্মাণাধীন ব্রিজে ৪ জন রড টেনে উপরে তুলছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে লেগে বিদুৎস্পৃষ্ট হন ৪ জন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।