শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরের শিবচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
 
শুক্রবার (৭ নভেম্বর) সকালে শিবচরের সড়ক ৭১-এর খান ক্লিনিকের দ্বিতীয় তলায় শিবচর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব কুতুবউদ্দীন মাদবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতীয় ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।