গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক কৃষকের দেড় বিঘা জমির প্রায় ৬০০টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক রোস্তম আলী জানান, কিছুদিন আগে স্থানীয় কবির মেম্বার তার জমি বিক্রি করার প্রস্তাব দেন। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই মেম্বার বিভিন্ন সময় তাকে হেনস্তা করে আসছিলেন। এলাকায় জমি কেনাবেচা ও কোম্পানির সঙ্গে লেনদেনের কাজের সঙ্গে কবির মেম্বার জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোস্তম আলী বলেন, ওরা আমাকে মেরে ফেললেও এত কষ্ট হতো না, আমার সর্বনাশ করে দিল কেন! আমি সুদের টাকা নিয়ে কলা চাষ করেছি। এখন কীভাবে সেই টাকা শোধ করব জানি না।
এ ঘটনায় কবির মেম্বারকে প্রধান অভিযুক্ত করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রোস্তম আলী।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।