শিবচরে ছেলের হাতে বাবা খুন 

মাদারীপুর জেলার শিবচরে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মতি মিয়া (৬৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলার হাট উপজেলার বড় হাটি গ্রামের বাসিন্দা। মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়া কৃষি শ্রমিক হিসেবে শিবচরের বাঁশকান্দি এলাকায় থাকতেন এবং এলাকার বিভিন্ন জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
জানা গেছে, নিহত মতি মিয়া কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে বেশ কিছুদিন ধরেই শিবচরের বাঁশকান্দি এলাকায় থাকতেন। অন্যদিকে নিহতের ছেলে ফারুক মিয়া কাজের সুবাদে ঢাকায় থাকতেন। গত তিনি বুধবার ঢাকা থেকে শিবচরে আসেন এবং তার বাবার সাথে থাকতে শুরু করেন। পাশাপাশি বাবার সাথে জমিতে ফসল লাগানোর কাজ করেন।
গতকাল বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত ১২টার দিকে বাবা মতি মিয়া ঘুমিয়ে থাকলে তাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন ফারুক মিয়া। হত্যার পর মরদেহের পাশেই বসে থাকেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফারুক মিয়াকে আটক করে পুলিশ। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। 
 
স্থানীয়রা বলেন, ফারুক মিয়া নেশাগ্রস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্থ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আর অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।