কালিয়াকৈরে পার্কের নামফলকসহ ২ স্থানে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে দুই স্থানে এসব ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ভোর পৌনে ৫টার দিকে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রধান ফটকের পাশের নামফলকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

এতে নামফলকের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নিরাপত্তাকর্মী বলেন, হঠাৎ কয়েকজন এসে নামফলকে আগুন লাগায় এবং সঙ্গে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে আমরা আগুন নেভাই।

কালিয়াকৈর-শ্রীপুর (জোন) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মেরাজুল ইসলাম খবর সংযোগকে বলেন, গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আরও অথেনটিক তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের ইনচার্জ ইফতেখার রায়হান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে অগ্নিসংযোগের ঘটনায় এর বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর সাথী আক্তার জানান, দুর্বৃত্তরা একটি এক্সকাভেটরে আগুন দিয়েছে। এ ঘটনায় আমাদের ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।