মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল কর্তৃক রায় ঘোষণার সংবাদ প্রকাশ হওয়ার পরপরই আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে অংশগ্রহণ নেন- জেলা বিএনপির নেতা লুৎফর রহমান আব্দু, ভিপি কবির, মাহমুদউল্লাহ লিটন, সালাউদ্দিন আহাম্মেদ ডালিম, আলী আকবর, মেহেদী হাসান রানা, ইয়াসিন আরাফাত, আড়াইহাজার উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুবাই প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়।