নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটিতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় মাজারস্থল। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ভাসানীর মাজারে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপির ভাইচ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকী ও গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে ভাসানীর মাজার প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইচ চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় বক্তব্য রাখেন- বিএনপির ভাইচ চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
শামসুজাজামান দুদু বলেন, নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, ঠেকিয়ে রাখা যায় সেই চেষ্টা চলছে। এ পথে কোনো লাভ হবে না। দেশের মানুষ উদগ্রীব হয়ে বসে আছে একটি নির্বাচনের জন্যে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার হবে বিএনপির সরকার।
তিনি আরও বলেন, মওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। শহীদ জিয়াকে অনুসরণ করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরণ। আর খালেদা জিয়ার পথ অনুসরণ করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা। তারেক রহমান জাতির আস্থা পেয়েছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জামায়াতের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা গণতন্ত্রের পক্ষের শক্তি না। তারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক তারা তা চায় না। জুলাই বিপ্লবের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে জামায়াতে ইসলামী।
তিনি বলেন, বিএনপির সাথে ছিল, তখন ১৫-২০টি আসন পেয়েছে। বিএনপির সাথে না থাকলে ৩টি আসনও পায় না। এবার নির্বাচনে একটি আসনও জুটবে না বলে মন্তব্য করেন তিনি।