গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর সদরে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় কোম্পানিটির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ১৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

দুপুর ১টার দিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার নুর আলম দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে কারখানা এলাকায় লেলিহান শিখা দেখা যায়। কিছুক্ষণ পর ঘন ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। মহাসড়কের পাশ দিয়ে যাতায়াতকারীরা আতঙ্কে দ্রুত সরে যেতে থাকেন। স্থানীয়রা দেওয়া খবরের পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বেড়ে আশপাশে ছড়িয়ে গেছে।