৩ ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট-২) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
 
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ১টার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে কারখানার একটি অংশে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।
 
স্থানীয়রা জানান, আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।