আড়াইহাজার থেকে অপহৃত ট্রলারচালকের মরদেহ মিললো গজারিয়ায়

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এক ট্রালারচালককে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছে।  
 
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় মুন্সিগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া এলাকার অশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে চালিভাঙ্গা নৌ ফাঁড়ি পুলিশ।
 
নিহত আরিফুল ইসলাম সরকার (২৫) আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা গ্রামের মৃত সাইজুদ্দিন সরকারের ছেলে। তিনি খাগকান্দা খেয়া ঘাটে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
 
জানা গেছে, গত ১৯ নভেম্বর রাতে কয়েকজন ব্যক্তি তাকে ট্রলারযোগে গজারিয়া এলাকায় যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারায় আরিফকে হত্যা করে মেঘনা নদীতে ফেলে দিয়ে তার ট্রলারটি নিয়ে যায় অপহরণকারীরা। 
এ বিষয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হক বলেন, মরদেহটি যেখানে ভেসে উঠেছে সেটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকা হওয়ায় খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, মেঘনা নদীর গজারিয়া উপজেলার চালিভাঙ্গা নৌ পুলিশের সহযোগতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। 
 
এদিকে নিহত আরিফের মরদেহ উদ্ধারের সংবাদ তার বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের মাতম চলছে।