ঝিনাইদহের দুই উপজেলায় ভোটার উপস্থিতি খুবই কম

ঝিনাইদহে চলছে ২ টি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।   

সরেজমিনে দেখা যায়, শহরের ওয়াজির আলী স্কুলে সকাল ৮ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোনো ভোটার ভোট দেয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার আশা রয়েছে। অন্যান্য ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে।   

প্রথম ধাপের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯’শ ৩৪ ও কালীগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ৯’শ ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় ৩৪ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স ও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আসনার সদস্য দায়িত্ব পালন করছেন।