যশোরে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামীন ক্লিনিকে ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের একজন মহিলা দালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

নিহত প্রসূতি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। 

ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার (২৪ জুন) সকাল ৮টায় গ্রামীন ক্লিনিকের আবাসিক ডা. তুলি এ অপারেশন করেন।  

নিহত নারীর স্বজনরা অভিযোগ করেন, কোনো অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এক প্রকার জোর করে এ অপারেশন শুরু করেন ডা. তুলি। এক পর্যায়ে অপারেশনের টেবিলে প্রসূতি মারা যান। কিন্তু রোগীর স্বজনদের ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগীর  অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিতে হবে। 

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মিহির কান্তি জানান, রুপদিয়া গ্রামীন ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।