বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপি নেতা ড. মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপিসহ তার অঙ্গ-সংগঠনের আয়োজনে বাবলাতলা মোড়স্থ কৃষকদল কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেয়া মাহফিল থেকে বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।