২ দিন ধরে বেনাপোলে বাস চলাচল বন্ধ

যাত্রী হয়রানির প্রতিবাদে বাস মালিক সমিতির নির্দেশে ঢাকা ও বেনাপলের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ৩টায় দূরপাল্লার বাসের যাত্রী বেনাপোল পৌর বাস টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদ জানিয়ে বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। 

পাসপোর্টধারী যাত্রী মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে এসে বর্ডার থেকে চার কিলোমিটার দূরে পৌর টার্মিনালে বাস থেকে রাত ৩টার সময় নামিয়ে দেয়। পরে দুই ঘণ্টা একটি চায়ের দোকানে বসে সকাল হওয়ার পর ইজিবাইক নিয়ে বর্ডারে এসেছি। আমরা চাই চেকপোস্টে অবস্থিত স্থলবন্দর কর্তৃপক্ষের বাস টার্মিনাল থেকে বাসগুলো চালু করা হোক।

পরিবহন সমিতির সভাপতি বাবলুর রহমান বাবু বলেন, কয়েকদিন আগে যশোর জেলা প্রশাসকের সাথে আমাদের এবং স্থানীয় সুধী সমাজের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যানজটের কথা বলে সকল পরিবহন বাসগুলো চেকপোস্টের টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে বেনাপোল থেকে চার কিলোমিটার দূরে কাগজপুকুর টার্মিনাল নিয়ে যায় এবং গাড়ি সেখান থেকেই ছাড়ার নির্দেশনা দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

এ ব্যাপারে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, ‘আমরা তো চেকপোস্টের বাস টার্মিনাল বন্ধ করিনি। বন্দর কর্তৃপক্ষ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টার্মিনালের গেট বন্ধ রেখেছে। তাছাড়া একটা সমস্যা হলে তার সমাধানও আছে।