যশোরে অনুষ্ঠিত মিজানুর রহমান আজহারীর মাহফিলে পদপিষ্ট হয়ে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) রাত ৮টার দিকে পুলেরহাট এলাকায় আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, রাত ৮টার দিকে তারা মাহফিলে পোঁছান। সেসময় মাহফিল চত্বরে প্রবেশের মূল গেইট বন্ধ ছিল। তারা বাইরে দাঁড়িয়ে মিজানুর রহমানের বক্তব্য শুনছিলেন। হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা-ধাক্কি শুরু হয়। এতে অনেকেই পদপিষ্ট হন। পরে স্থানীয়রা কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম জানান, ওয়াজ মাহফিলে পদপিষ্টের ঘটনায় সবাই কম-বেশি আহত হয়েছেন। তাদেরকে ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ছিল।
এ বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন জানান, আদ-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি। ইসলামী সংস্কৃতি তুলে ধরতে বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু ও সিয়ামসহ ২২ প্রকাশকের স্টল রয়েছে। পড়ার অভ্যাস গড়তে এই আয়োজন।