‘শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বদা আমরা’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দিবস পালিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে শহরের মুন্সিপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ভিডিপির জেলা কমান্ডার মো. আশরাফুজ্জামান।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে রক্তদান কর্মসূচি পালিত হয়। এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।