স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

কুষ্টিয়ার মিরপুরে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কমিটির নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল ও স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার দুপক্ষ সংঘর্ষ জড়ায়। এতে আহত হন ২৫ জন। এদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ছয় জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।