৬ ফুটের মানকচু দেখতে জনতার ভিড়

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের রিফুজি পাড়ার একটি পান বরজে বিশাল আকারের মানকচু দেখে অবাক এলাকাবাসী। কচুটি দেখে মুহূর্তের মধ্যে মানুষের ভিড় জমে যায়।  

শনিবার (২৫ জানুয়ারি) ইউনিয়নের রিফুজি পাড়ার পান বরজে গিয়ে দেখা যায় এমন চিত্র। চাষি শাজান ফকিরের বরজে প্রায় ছয় ফুট লম্বা এ বিশাল মানকচুটি দেখতে পাওয়া যায়। 

বরজের মালিকের ছেলে শাহজাহান আহাম্মেদ বলেন, বাবা কয়েক বছর আগে এ মানকচুটি বরজে লাগিয়েছিলেন। সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে কচুটি। খুব যত্ন ও পরির্চযা করা হতো, যার কারণে এটি এতো বড় হয়েছে। 

তিনি আরও বলেন, এখন কচুটির ওজন ৭০-৮০ কেজির বেশি হবে। অনেকে ৩০-৪০ টাকা কেজিতে পাইকারি দামে কিনতে চেয়েছেন, কিন্ত এখন বিক্রি করব না। দেখি এটি আরও কতো বড় হয়। যদি কখনো কোনো কৃষি মেলায় তোলার সুযোগ হয় তাহলে সেখানে নিয়ে যাব।

মানকচুটি দেখতে আসা একজন জানান, এত বড় আকারের মানকচু আগে কখনো দেখিনি। জানি না এটি খেতে কেমন স্বাদ হবে। যদি কখনো কেটে বিক্রি করে তাহলে কয়েক কেজি কিনে নিয়ে যাব।

স্থানীয়রা জানান, সাধারণত ৩ থেকে ৪ ফুট লম্বা কচু দেখা যায়। যেগুলো কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা হিসেবে বিক্রি হয়। সে হিসেবে মানকচুটি অনেক বড় ও ওজন বেশি হবে। 

গাংনী উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, সচারাচর এত বড় মানকচু খেতে পাওয়া যায় না। প্রতি বছরই উপজেলা প্রাঙ্গণে কৃষি মেলা হয়।সম্ভব হলে এবারের মেলায় কচুটি প্রদর্শনী করতে বলব।