খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আন্দোলনের চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে। প্রশাসনের আশ্বাসে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।

বুধবার সকাল ৮টায় খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন জানান, খুলনার জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল উত্তোলন করা শুরু হয়েছে।

শ্রমিকরা জানান, খুলনায় আজ চতুর্থ দিনে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন চলাচল শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ থাকে।