সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বিক্রয় কেন্দ্রে কোন ট্যাগ অফিসার নেই। বিশৃঙ্খলার জেরে সম্প্রতি রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং কোট মসজিদে এলাকায় মারামারিও হয়েছে ।
রোববার (৯ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক রহমান ট্রেডার্স টিসিবির পণ্য বিতরণ করতে দেখা যায়। এছাড়া পল্লীমঙ্গল স্কুলের মাঠ পিটিয়ার মাঠসহ পাঁচটি স্থানে পণ্য বিক্রি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, একেক জন তিন থেকে চারবার পণ্য উত্তোলন করছে। ফলে যাদের প্রয়োজন, তারা অনেকে নিত্যপণ্য পাচ্ছেন না। আবার পণ্য সামগ্রী না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন কেউ কেউ।
টিসিবির পণ্য ক্রেতা বিদ্যুৎ বসু খবর সংযোগকে জানান, শনিবার (৮ মার্চ) টিসিবির পণ্য কেনার জন্য নির্ধারিত ঝুটিতলায় বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত অপেক্ষা করে তিনি জানতে পারেন, শিব তলা পয়েন্টে পণ্য বিক্রি করা হবে। সেখানে ট্রাকে করে পণ্য বিক্রি করতে দেখেন তিনি।
তিনি আরো জানান, পরে ডিলার ভুল স্বীকার করে বাকি পণ্য ঝুটিতলায় বিক্রির কথা বলে ট্রাক নিয়ে চলে যান। কিন্তু ঝুটি তলায় তিনি আর আসেনি। পণ্য কিনতে না পেয়ে অনেকে ফিরে এসেছেন।
প্রতিদিন পাঁচটি পয়েন্টে ২ হাজার মানুষের মধ্যে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। প্যাকেজের মধ্যে থাকছে ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি মুসুরির ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা, যা বাজার মূল্যের চেয়ে ৪০০ টাকা কম।
পণ্য বিক্রিতে বিশৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। টিসিবির পণ্য বিতরণের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব হোসাইনকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি টেলিফোন ধরেননি।
টিসিবি পণ্য বিতরণে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।